বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
বিনোদন ডেস্ক ॥ হায়দরাবাদের একটি চলচ্চিত্রের অনুষ্ঠান ঘিরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় আবারও আলোচনায় এসেছে তারকাদের নিরাপত্তা ও ভক্তদের সীমা লঙ্ঘনের বিষয়টি। দক্ষিণী অভিনেত্রী নিধি আগারওয়াল প্রকাশ্যে শারীরিক হেনস্তার শিকার হওয়ার পর বিনোদন অঙ্গনে তৈরি হয়েছে উদ্বেগ।
লুলু মলে আয়োজিত প্রভাস অভিনীত সিনেমা ‘রাজা সাব’-এর গান প্রকাশ অনুষ্ঠানে অংশ নিয়ে বেরোনোর সময় নিধিকে ঘিরে ধরেন অসংখ্য ভক্ত। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ভিড়ের চাপে অভিনেত্রীকে হাঁটতেও হিমশিম খেতে হচ্ছে। দেহরক্ষীরা তাকে গাড়িতে তুলতে চেষ্টা করলেও পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণের বাইরে।
একপর্যায়ে নিজের পোশাক সামলাতে ওড়না শক্ত করে ধরে রাখতে দেখা যায় নিধিকে। গাড়িতে ওঠার পর তার চোখেমুখে ভয় ও মানসিক বিপর্যয়ের ছাপ স্পষ্ট ছিল। ভিডিওতে তাকে কান্নায় ভেঙে পড়তেও দেখা যায়।
এই ঘটনার পর আয়োজকদের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। তাদের অভিযোগ, বিপুল জনসমাগমের কথা জানা সত্ত্বেও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। ফলে একজন জনপ্রিয় অভিনেত্রীকে প্রকাশ্যে এমন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের আচরণকে ‘অসভ্য’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিচ্ছেন অনেকে। নারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনারও সূত্রপাত হয়েছে এই ঘটনায়।
পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং স্বতঃপ্রণোদিত মামলা করা হয়েছে। তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ‘রাজা সাব’ একটি হরর-কমেডি ঘরানার সিনেমা, যেখানে প্রভাসের সঙ্গে অভিনয় করেছেন নিধি আগারওয়াল ও মালবিকা মোহনন। সিনেমাটি আগামী ৯ জানুয়ারি মুক্তির কথা রয়েছে।
Leave a Reply