মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি॥ বরিশাল-সরূপকাঠি ভায়া বানারীপাড়া সড়কের বানারীপাড়া পৌরসভার প্রবেশ মুখের রায়েরহাট ব্রিজটির পাশ দিয়ে নতুন করে ১৭ কোটি টাকা ব্যয়ে নতুন একটি ব্রিজের কাজ এগিয়ে চলছে।
তবে এলাকাবাসী বলছে ব্রিজের কাজ কচ্ছপ গতিতে এগিয়ে চলায় ব্রিজ নির্মাণাধীণ এলাকা সহ মরন ফাঁদে পরিনত হওয়া পুরানত ব্রিজটি দিয়ে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীবাহী বাস, দূরপাল্লার পরিবহন, আলফা-মাহেন্দ্র সহ বিভিন্ন ধরণের যারবাহনে স্বরূপকাঠি, বানারীপাড়া, ঝালকাঠি, উজিরপুর ও বাবুগঞ্জ উপজেলার একাংশের হাজার হাজার যাত্রী সাধারণ চলাচল করে থাকেন।
এছাড়াও ওই ব্রিজটি দিয়ে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে ১৫/২০ টন ওজনের পন্যবাহী ট্রাক যাতায়াত করায় যেকোন সময় বড় ধরণের কোন ট্রাজেডি ঘটতে পারে। পুরাতন ব্রিজটি মরন ফাঁদে পরিনত হওয়ায় সড়ক ও জনপথ (সওজ) থেকে ১৭ কোটি টাকা ব্যয়ে নতুন করে ব্রিজ নির্মাণ করছে। সরেজমিনে দেখাগেছে ইতোমধ্যেই নতুন ব্রিজ ও এর দু’পাশের সংযোগ সড়কের প্রায় ৬০ ভাগ কাজ সম্পন্নের পথে এগুচ্ছে। অপরদিকে ব্রিজের নির্মাণ কাজ কচ্ছপ গতিতে হওয়ায় এলাকাবাসী দ্রুত নতুন ব্রিজের নির্মাণ কাজ সম্পন্নের দাবী জানিয়েছেন।
Leave a Reply