বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:১৪ পূর্বাহ্ন
থানা প্রতিনিধি ॥ বরিশালে অথৈ আক্তার তৃষা নামের তৃতীয় শ্রেনীর এক স্কুল ছাত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে কাউনিয়া থানাধীন সাপানিয়া এলাকার একটি লেবু বাগান থেকে শিশু তৃষার লাশটি শনাক্ত করেন তার মা রুনা বেগম। নিহতের স্বজনরা শিশু তৃষাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডাঃ মাহাবুবুর রহমান জানান, শিশুটিকে মৃত অবস্থায়-ই হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির পিতা ও রাবু নামে এক যুবককে আটক করা হয়েছে।নিহত শিশু তৃষা সাপানিয়া এলাকার কাজী বাড়ির মোস্তফা কাজীর মেয়ে। সে সাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্রী।নিহত তৃষার মা রুনা বেগম জানান, উপবৃত্তির টাকার জন্য ছবি তুলতে হবে এমন কথা বলে তৃষাকে তার বাবা মোস্তফা কাজী সকালে বাসা থেকে নিয়ে বের হয়। সকাল ১০টার দিকে তৃষার পিতা তাকে মুঠোফোনে বলেন, মেয়ে বাসার দিকে যাচ্ছে এগিয়ে নাও। এমন কথায় তিনি বাসা থেকে বের হয়ে মেয়েকে আনতে গিয়ে লেবু বাগানে মেয়েকে পড়ে থাকতে দেখেন। তার ডাক-চিৎকারে স্থানীয়রা এসে তৃষাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক শিশু তৃষাকে মৃত ঘোষণা করেন।এদিকে শিশু তৃষাকে হত্যা করা হয়েছে বলে দাবী করেন তার মা রুনা বেগম। স্থানীয়দের মাঝেও তৃষার মৃত্যু নিয়ে নানান গুঞ্জন উঠেছে। স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, সকালে তৃষার বাবা একজন মহিলাকে নিয়ে সিএনজিতে এলাকায় আসলেও বাড়িতে না গিয়ে মাঝ পথ থেকে ওই মহিলাকে নিয়ে সিএনজিযোগে ফিরে যান। তবে ওই মহিলা কে ছিলেন তা কেউ বলতে পারেননি। ফলে তৃষার মৃত্যু নিয়ে ধূ¤্রজাল সৃষ্টি হয়েছে।কাউনিয়া থানার সেকেন্ড অফিসার এসআই তানজিল আহমেদ বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিশু তৃষার গলায় দাগ এবং মুখে ফ্যানা ছিল। তবে অথৈর মৃত্যুর বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। ময়না তদন্তে মৃত্যুর কারণ জানা যাবে।
Leave a Reply