বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ বুধবার জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত কার্যক্রমের কারণে কোনো ফ্যাসিবাদী দল নির্বাচনে অংশ নিতে পারবে না। ইসি সংবাদিকদের সঙ্গে আলাপকালে বিস্তারিত জানান, কোনো দলের কার্যক্রম স্থগিত থাকলে তাদের দলীয় প্রতীকও স্থগিত থাকবে এবং দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করাও সম্ভব হবে না। তবে প্রতীক ছাড়া স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করা সম্ভব কিনা তা সময়ের নির্দেশ নির্ধারণ করবে।
ইসি সানাউল্লাহ বলেন, স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আওয়ামী লীগের নিবন্ধিত দল নির্বাচনে অংশ নিতে পারবে না। যদিও দলের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, স্থগিত থাকা দলের বিষয়ে ইসির অবস্থান স্পষ্ট। তিনি জানান, গত মে মাসে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।
নির্বাচন প্রক্রিয়া আরও নিরপেক্ষ করতে ইসি উল্লেখ করেন, গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থার তালিকায় সশস্ত্র বাহিনী যুক্ত করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তারা ভোটকেন্দ্র স্থাপন করবেন। আদালতের মাধ্যমে ফেরারি ঘোষিত প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। সরকারি প্রতিষ্ঠান বা লাভজনক পদে থাকা প্রার্থীদেরও অংশগ্রহণে বিধিনিষেধ রয়েছে।
ইসি আরও জানান, হলফনামায় মিথ্যা তথ্য দিলে সংসদ সদস্য পদ বাতিল হবে এবং জামানত ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা করা হয়েছে। একক প্রার্থীর আসনে ‘না’ ভোট থাকবে ব্যালটে। জোটবদ্ধ নির্বাচনে প্রার্থীরা নিজ দলের প্রতীকে অংশ নেবেন।
নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে ইভিএম বাতিল, মিডিয়ার ভোট গণনায় অংশগ্রহণ নিষিদ্ধ, নির্বাচনী পোস্টার বাতিল এবং সোশ্যাল মিডিয়ায় আচরণবিধি অনুসরণ বাধ্যতামূলক করা হয়েছে। ইসি সানাউল্লাহ নির্বাচনের নির্ভরযোগ্যতা বজায় রাখতে এই সব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রতিশ্রুতি দেন।
Leave a Reply