মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় তিনজন ডেঙ্গু রোগীর মৃত্যু এবং ৪৭৩ জনের হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুযায়ী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন।
ঢাকা বিভাগের বাইরে ৭৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮৩ জন ভর্তি হয়েছেন। বরিশাল বিভাগের বাইরে ১১৩ জন, চট্টগ্রাম বিভাগের বাইরে ৮১ জন, ময়মনসিংহের বাইরে ১০ জন, রাজশাহী বিভাগের বাইরে ৪৮ জন, রংপুরের বাইরে ৭ জন এবং সিলেট বিভাগের বাইরে ২ জন রোগী ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ৪৯১ জন ডেঙ্গু রোগী ছাড়পত্র পেয়েছেন। এই বছর এখন পর্যন্ত ৩০,৮১৩ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন।
এ বছরের শুরু থেকে মোট ৩২,৫০১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ৫৯.৭ শতাংশ পুরুষ ও ৪০.৩ শতাংশ নারী। এ বছর ১২৫ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর মশা নিয়ন্ত্রণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ও প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের ওপর জোর দিয়েছে। তারা জনগণকে সতর্ক থাকার জন্য বারবার আহ্বান জানিয়েছে।
Leave a Reply