বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুনির হোসেন (৩৪) নামে আরও এক ব্যক্তির ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।বুধবার (২১ আগস্ট) মধ্য রাতে তার মৃত্যু হয়। মুনির হোসেন মেহেন্দিগঞ্জ উপজেলার রুকন্দি গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৮ তারিখ হাসপাতালে ভর্তি হন মুনির। এ নিয়ে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শেবাচিমে মৃত্যুর সংখ্যা ছয়জনে দাঁড়িয়েছে। এখনো পর্যন্ত মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ১৬৩ জন। গত ২৪ ঘণ্টায় রোগী ভর্তির সংখ্যা ৫৭ জন। এ দিকে চিকিৎসা নিয়ে বিদায় রোগীর সংখ্যা ৪১ জন।
Leave a Reply