চিকেন'স্ নেক ঘিরে ভারতের সতর্কতা বৃদ্ধি, শিলিগুড়িতে জরুরি নিরাপত্তা বৈঠক Latest Update News of Bangladesh

রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বাংলাদেশের পর মিয়ানমারে ভূমিকম্প, আশঙ্কা বাড়ছে আবারও ডেঙ্গুতে একদিনে মৃত্যুঝড়, বছরের তুলনায় পরিস্থিতি জটিল বিচারপতি ও মন্ত্রীরা সশরীরে হাজিরা দেন, সেনা কর্মকর্তারা কেন নয়: ট্রাইব্যুনাল স্থগিতাদেশ প্রত্যাহার, পূর্ণ দায়িত্বে ফিরলেন বিলকিস শিরীন সাকিবকে পেছনে ফেলে শীর্ষে এখন তাইজুল ইসলাম সরকার ও নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী: সেনা প্রধান আগামী এক সপ্তাহে প্রায় ২০টি ভূকম্পন হওয়ার আশঙ্কা বাংলাদেশে ! চিকেন’স্ নেক ঘিরে ভারতের সতর্কতা বৃদ্ধি, শিলিগুড়িতে জরুরি নিরাপত্তা বৈঠক ঢাকায় আবারও ভূকম্পন, ২৪ ঘণ্টায় তিন কম্পনে নতুন সতর্কতা বিশেষজ্ঞদের একই দিনে নির্বাচন–গণভোট: সরকারের চিঠি, ইসির দ্বিমুখী প্রস্তুতি




চিকেন’স্ নেক ঘিরে ভারতের সতর্কতা বৃদ্ধি, শিলিগুড়িতে জরুরি নিরাপত্তা বৈঠক

চিকেন’স্ নেক ঘিরে ভারতের সতর্কতা বৃদ্ধি, শিলিগুড়িতে জরুরি নিরাপত্তা বৈঠক




আন্তর্জাতিক ডেস্ক ॥ দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণ এবং প্রতিবেশী কয়েক দেশে রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ভারতের নিরাপত্তা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। এই অবস্থায় কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর অথবা ‘চিকেন’স নেক’-এর সার্বিক নিরাপত্তা পুনর্মূল্যায়নে শনিবার (২২ নভেম্বর) শিলিগুড়িতে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত এই ‘SMAC’ বৈঠকে অংশ নেয় সেনাবাহিনী, বিমানবাহিনী, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি, মিলিটারি পুলিশ, আর্মি ইন্টেলিজেন্স, রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা, রেল পুলিশ ও RPF। এছাড়া জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও এশিয়ান হাইওয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বৈঠকে সীমান্ত অঞ্চলে নজরদারি বাড়ানো, করিডরের রেলসেতু, রেলস্টেশন, সড়ক ও মহাসড়কে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। ভারত–বাংলাদেশ ও ভারত–নেপাল সীমান্তে কঠোর তদারকি এবং সন্দেহজনক ব্যক্তিদের তথ্যসংগ্রহের দিকেও বিশেষ গুরুত্বারোপ করা হয়।

এক কর্মকর্তা জানান, “বিভিন্ন সংস্থা নিজস্ব প্রতিবেদন দিয়েছে। করিডরের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো এখন সবচেয়ে জরুরি।”

লালকেল্লা বিস্ফোরণে সম্ভাব্য জঙ্গিযোগের ইঙ্গিত পাওয়ায় দেশজুড়ে সংবেদনশীল স্থাপনায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। বাগডোগরা বিমানবন্দর, নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারসহ রেলস্টেশনগুলোতে RPF ও GRP অতিরিক্ত নজরদারি শুরু করেছে। রাজধানী এক্সপ্রেস ও বন্দেভারতসহ দীর্ঘপাল্লার ট্রেনেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘনিয়ে আসায় সীমান্ত অঞ্চলের নিরাপত্তা আরও বাড়ানো হবে— এ বিষয়টিও বৈঠকে গুরুত্ব পেয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD