মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন
চরফ্যাশন প্রতিনিধি ॥ চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা পুলিশ আইচা বাজারের জাহাঙ্গীর মাষ্টারের ফার্মেসীর পিছনের কক্ষ থেকে ইয়াবার অভিযোগে ৪জনকে আটক করা হয়েছে। দক্ষিণ আইচা থানার এস.আই ফিরোজ বলেন, বৃহম্পতিবার বিকাল ৩.৫০টায় দক্ষিণ আইচা বাজারের জাহাঙ্গীর মাষ্টারের ছেলে গোলাম কিবরিয়া অর্থই(২৪), চরফ্যাশন উপজেলার আবু বক্করপুর ৬নং ওয়ার্ডের রাকিব(১৯), সোহাগ(১৮), আমানউল্যাহ(২১)কে ্আটক করা হয়েছে।
তাদের কাছে ৩টি গ্যাস লাইট, একটি নলকা(ফাইপ), একটি প্লাস্টিকের বোতলের কর্ক ও দুটি মোরানো পলিথিন সরঞ্জাম পাওয়া গেছে।চরফ্যাশন আইচা থানার ওসি তদন্ত শাহাদাৎ হোসেন বলেন, তাদের কাছে ইয়াবা পাওয়া যায়নি তবে সরঞ্জাম পাওয়া গেছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওসি তদন্ত আরো বলেন, আমরা বিষয়টি উর্ধ্বোতন কর্তৃপক্ষকে জানিয়েছি তারা যে সিন্ধান্ত দেয় তা করা হবে।
Leave a Reply