সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০৩ পূর্বাহ্ন
মোঃ মাসুদ সরদার,গৌরনদী প্রতিনিধি॥ মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জঙ্গিবাদ, জুয়া ও সাইবার ক্রাইমসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে স্টুডেন্টস্ কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার গৌরনদী টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি এইচএম জয়নাল আবেদীনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, টরকী বন্দর পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ হুমায়ুন হোসেন, গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান খান গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম মিজান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজেন্দ্র নাথ বিশ্বাস, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
Leave a Reply