মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:২১ অপরাহ্ন
মোঃ মাসুদ সরদার, গৌরনদী প্রতিনিধি॥ বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে মালবাহী দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাকের এক চালক আহত হয়েছে। তাছাড়া দুর্ঘটনাকে কেন্দ্র করে বরিশাল-ঢাকা মহাসড়কে দেড় ঘটনার অধিক সময় যানবাহন চলাচল বন্ধ ছিলো। শনিবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাটাজোর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘ঢাকা থেকে ছেড়ে আসা বিদ্যুতের খুটি বহনকরা ১০ চাকার একটি ট্রাক বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলো। ঠিক সেই মহুর্তে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া অপর একটি মালবাহী ট্রাক ওই ট্রাকটির উপর আছড়ে পড়ে।
এতে ভয়াবাহ দুর্ঘটনার সৃষ্টি হয়। মালবাহী ট্রাকের চালক গুরুতর আহত হলেও অন্য ট্রাকের চালক বা হেলপারদের খবর পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহত চালককে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।
এসআই আমিরুজ্জামান বলেন, ‘দুর্ঘটনার কারনে বরিশাল-ঢাকা মহাসড়কে প্রায় দেড় ঘন্টার মত যানবাহন চলাচল বন্ধ ছিলো। কেননা একটি ট্রাক রাস্তার উপরে আটকে ছিলো। পরে রেকারের সাহাজ্জে ট্রাকটি রাস্তা থেকে অপসারন করলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
Leave a Reply