মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:১০ পূর্বাহ্ন
সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার॥ আগামী ২১ জুন ২০২১ তারিখ রোজ সোমবার গৌরনদী উপজেলার ৭টি ইউনিয়নের ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ অনুষ্ঠিত হবে।
নির্বাচন উপলক্ষে নির্বাচনী ভোট কেন্দ্র এলাকায় আগামী ২০ জুন ২০২১ তারিখ দিবাগত মধ্যরাত ১২টা হতে ভোটগ্রহণের দিন অর্থাৎ ২১ জুন তারিখ দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত ৭ টি ইউনিয়নে (১) বেবি টেক্সি /অটোরিকশা/ইজিবাইক (২) টেক্সি (৩) ক্যাব (৪) মাইক্রোবাস (৫) জীপ (৬) পিকআপ (৭) কার (৮) বাস (৯) ট্রাক (১০) টেম্পু (১১) লঞ্চ (১২) ইঞ্জিন চালিত সকল ধরনের নৌযান ও (১৩) স্পিডবোট সমূহ নির্বাচনী এলাকায় চলাচল নিষিদ্ধ থাকবে।
এছাড়া ১৯ জুন ২০২১ তারিখ দিবাগত মধ্যরাত ১২.০০টা হতে ভোট গ্রহণের পরের দিন অর্থাৎ ২২ জুন ২০২১ তারিখ সকাল ৬ টা পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
নিষেধাজ্ঞা উপেক্ষা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এমনটাই জানিয়েছেন উপজেলা নির্বাহি অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।
Leave a Reply