মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:১৬ পূর্বাহ্ন
কলাপাড়া প্রতিনিধি॥ মুজিব শতবর্ষে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও উন্নয়নশীল দেশে পদার্পণের শুভক্ষণে পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে কুয়াকাটা সমুদ্রসৈকতে নির্মিত ‘মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধু’ শীর্ষক বালু ভাস্কর্য পর্যটক এবং নতুন প্রজন্মের জন্য আনুষ্ঠানিকভাবে উম্মুক্ত করা হয়েছে।
পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগের নির্মিত বালুর ভাস্কর্যটি আজ বুধবার বিকাল সাড়ে ৪টায় বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, বাঙালি জাতি ও বাংলাদেশের পিতা বঙ্গবন্ধু ১০১ বছর আগে জন্মগ্রহণ করেছেন টুঙ্গিপাড়ায়। আমাদের সৌভাগ্য যে বঙ্গবন্ধুর মতো একজন নেতার জন্ম হয়েছে বাংলাদেশে। তার যৌবনের অধিকাংশ সময় কাটিয়েছেন জেলখানায়, দেশের জন্য ভালোবাসা ছিল বহুগুণ।
গত এক সপ্তাহ ধরে খুলনা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৬ শিক্ষার্থী বঙ্গবন্ধুর ভাস্কর্য, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের তৎকালীন ঐতিহাসিক দৃশ্য, ৬৯ সালের গণ-অভ্যুত্থানের স্মৃতিময় করুণ মুহূর্তগুলো সুনিপুণ হাতের ছোঁয়ায় স্পষ্ট হয়ে উঠেছে বেলাভূমির এ ভাস্কর্যে। একই সঙ্গে ভাস্কর্যে তৎকালীন স্লোগান- ‘রক্ত দিয়ে নাম লিখেছি, আমার সোনার বাংলা, জয় বাংলা, আমার মায়ের ভাষা ও রাষ্ট্র ভাষ বাংলা চাই….’ খোদাই করা হয়েছে।
পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী সভায় উপস্থিতি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহফুজুর রহমানসহ জেলা ও বিভাগীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি খান মোশাররফ হোসেন, পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহিদুল হক, কুয়াকাটা পৌর মেয়র মো. আনোয়ার হাওলাদার, সাবেক মেয়র আব্দুল বারেক মোল্লাহ প্রমুখ।
ভাস্কর্য উদ্বোধনী শেষে জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনায় দোয়ামোনাজাত করা হয়। ‘মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধু’ শীর্ষক এই ভাস্কর্যটি ১৭ মার্চ থেকে আগামী ২৬ মার্চ পর্যন্ত পর্যটক ও নতুন প্রযন্মের জন্য উম্মুক্ত থাকবে বলে পুলিশ নিশ্চিত করেছে। বালু ভাস্কর্যে পাশের মঞ্চে স্থানীয় শিল্পিদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান পরিবেশিত হয়।
Leave a Reply