রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর কাউনিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৩ বোতল ফেন্সিডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। গত বুধবার বিকাল সোয়া ৫টার দিকে ৩নং ওয়ার্ডের মতাসার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ওই এলাকার আনিচুর রহমানের স্ত্রী হাসিনা বেগম (৫৫) ও টাটন সিকদারের স্ত্রী হেলেনা বেগম (৩৫)। গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন। সূত্র জানায়, নগরীর ৩নং ওয়ার্ডের মতাসার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার বিকালে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে ওসি (তদন্ত) গোলাম কবির, এসআই হাবিবুর রহমান, এসআই জসিম উদ্দিন, এসআই গোবিন্দ, এএসআই ফিরোজ আলম, এএসআই মাহাবুব, এএসআই আঃ হালিম, এএসআই হুমায়ুন কবিরসহ পুলিশের একটি টিম ৩নং ওয়ার্ড ফরাজী বাড়ী হাসিনা বেগমের ঘরে অভিযান চালান। এ সময় হাসিনা বেগমের রান্না ঘরে তল্লাশি চালিয়ে ৪৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরের কাউনিয়া থানাধীন মতাসার এলাকায় ফরাজী বাড়ী হাসিনা বেগমের রান্নার ঘর থেকে ৪৩ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে কাউনিয়া থানার এস আই মোঃ হাবিবুর রহমান বাদী হয়ে আটককৃত হাসিনা ও হেলেনা বেগম সহ ৪জনকে আসামী করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন যার নম্বর ২৫। তিনি বলেন, মামলার অপর দুই আসামী পলাতক রয়েছে।
Leave a Reply