শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৪:৪২ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউপির পদ্মা ও মেঘনা নদীতে আবারো ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। উত্তরাঞ্চল থেকে আসা বন্যার পানির চাপে ১০-১২ দিন ধরে নদী দুটির পাড়ে তীব্র ভাঙন দেখা দেয়। এতে উদ্বোধনের আগেই নদীগর্ভে বিলীন হতে যাচ্ছে নবনির্মিত রাজরাজেশ্বর ওমর আলী স্কুল কাম সাইক্লোন সেন্টার। দুই মাস আগে দৃষ্টিনন্দন ভবনটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার দিনভর নদীর তীরবর্তী এলাকায় ভাঙনের ভয়াবহতা বেড়েছে। গত কয়েকদিনে নদী ভাঙনের মুখে দুই শতাধিক ঘরবাড়ি সরিয়ে নেয়া হয়েছে। আরো প্রায় ৫শ’ ঘরবাড়ি ভাঙন ঝুঁকিতে রয়েছে।
রাজরাজেশ্বর ইউপি মেম্বার পারভেজ গাজী রনি জানান, ঐতিহ্যবাহী ওমর আলী উচ্চ বিদ্যালয় ৭-৮ বার নদী ভাঙনের শিকার হয়েছে। এ কারণে শিক্ষার্থীদের পড়াশোনা ও এ ইউপির বাসিন্দাদের কথা চিন্তা করে এখানে অত্যাধুনিক সাইক্লোন সেন্টার নির্মাণের উদ্যোগ নেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
উত্তরাঞ্চল থেকে আসা বন্যার পানির চাপে নদীগর্ভে বিলীন হতে যাচ্ছে নবনির্মিত রাজরাজেশ্বর ওমর আলী স্কুল কাম সাইক্লোন সেন্টার উত্তরাঞ্চল থেকে আসা বন্যার পানির চাপে নদীগর্ভে বিলীন হতে যাচ্ছে নবনির্মিত রাজরাজেশ্বর ওমর আলী স্কুল কাম সাইক্লোন সেন্টার
তিনি আরো জানান, দুই কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত তিনতলা ভবনটি মে মাসে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। ভাঙন শুরুর আগেই সাইক্লোন সেন্টার, কমিউনিটি ক্লিনিক ও ঝুকিপূর্ণ ঘরবাড়ি রক্ষায় ইউএনও-উপজেলা চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করা হয়েছে।
রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজী হযরত আলী ব্যাপারী জানান, উজান থেকে আসা ঢল প্রবল বেগে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদী হয়ে বঙ্গোপসাগরে প্রবাহিত হয়। এ কারণে রাজরাজেশ্বরের চর এলাকায় মেঘনা ও পদ্মা নদীর মিলনস্থলে প্রচণ্ড ঢেউ ও ঘূর্ণিস্রোত সৃষ্টি হয়। এবার নদী দুটির ভাঙন ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে। ১০ দিনের ভাঙনে রাজারচর, খাসকান্দি, জাহাজমারাসহ কয়েকটি গ্রামের দুই শতাধিক ঘরবাড়ি সরিয়ে নেয়া হয়েছে।
Leave a Reply