শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে হোম কোয়ারেন্টাইনে প্রবাসীদের সংখ্যা বেড়েছে। এ পর্যন্ত ২০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে সোমবার (১৬ মার্চ) দুপুরে নয়জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। এর আগে রবিবার (১৫ মার্চ) ১১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানা যায়। এ দিকে, বরিশালের বাকেরগঞ্জে হোম কোয়ারেন্টাইন থেকে আত্মগোপনে চলে যাওয়া এক প্রবাসী নিজ বাড়িতে ফিরেছেন।
বরিশালের সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন দুপুরে জানান, বাকেরগঞ্জ উপজেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা এক প্রবাসী স্বাস্থ্য বিভাগকে না জানিয়ে আত্মগোপন করেছিলেন। বিষয়টি জানার পরে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে ওই প্রবাসী নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে ফিরে আসেন। তিনি আরও জানান, বিদেশ থেকে যে প্রবাসীরা বাংলাদেশে এসেছেন তাদের তালিকা এখন পর্যন্ত হাতে পায়নি সিভিল সার্জন অফিস। আর এ কারণে শনিবার (১৪ মার্চ) থেকে যারা দেশে এসেছেন তাদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা যথাযথভাবে সম্ভব হয়নি। এ দিকে, করোনার সেবায় নিয়োজিত চিকিৎসকদের ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী এখনো পৌঁছায়নি বলে জানান সিভিল সার্জন।
Leave a Reply