বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০৫:০৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক//
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বর্তমান আওয়ামী লীগ সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়ার আহবান জানিয়ে বরিশালের প্রত্যন্ত গ্রামাঞ্চলে প্রচারনা চালাচ্ছেন বর্তমান সাংসদ ও সম্ভাব্য নবীন প্রার্থীরা।
বিশেষ করে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক মোঃ মিজানুর রহমান, মহাজোটের সম্ভাব্য প্রার্থী যুবমৈত্রীর কেন্দ্রীয় সহসভাপতি আতিকুর রহমান আতিক এবং বরিশাল-৫ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ সালাহউদ্দিন রিপন দলীয় নেতাকর্মীদের নিয়ে দীর্ঘদিন থেকে এ ব্যতিক্রমধর্মী প্রচারনা চালাচ্ছেন।
সংবিধান অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণগণনা শুরু হবে। সেই সাথে নভেম্বরের শুরুতে কিংবা মাঝামাঝি সময়ে ঘোষণা হতে পারে নির্বাচনী তফসিল। তাই গত দশ বছরে সরকারের অর্জনকে জনগণের সামনে তুলে ধরে ভোটারদের মন জয়ে বরিশালের প্রত্যন্ত গ্রামাঞ্চলে প্রচারনা চালাচ্ছেন ক্ষমতাসীন দলের সম্ভাব্য প্রার্থীরা।
বরিশাল-২ আসনের বর্তমান সংসদ সদস্য, জাতীয় সংসদের প্যানেল স্পীকার ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস বলেন, এদেশের উন্নয়ন নিশ্চিত করতে আওয়ামী লীগের কোন বিকল্প নেই। বর্তমান সরকারের আমলে একদিকে যেমন জাতীয় পর্যায়ে বৃহৎ বৃহৎ উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে; অপরদিকে তৃণমূলের অতিদরিদ্র মানুষসহ সকল মানুষের উন্নয়নেও কার্যকর কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। তিনি আরও বলেন, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সরকারের উন্নয়নের কথা তুলে ধরার মাধ্যমে সাধারণ মানুষের সাথে একটা যোগাযোগ তৈরি হচ্ছে। আওয়ামী লীগের পক্ষে মানুষ কি বলতে চাচ্ছে, সেটাও জানা যাচ্ছে।বরিশাল-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মুক্তিযোদ্ধার সন্তান মোঃ মিজানুর রহমান বলেন, বিএনপি-জামায়াত জোটের শাসন আমলে চরম দৈন্যদশায় পরেছিল দেশের উন্নয়ন। সে সময় উন্নয়নের পরির্বতে দেশ একেরপর এক দুর্নীতিতে চ্যাম্পিয়ান হয়েছে। ফলে এদেশের সাধারণ মানুষের ওপর দিয়ে মুখ ফিরিয়ে নিয়েছিলো বিদেশীরা। বিএনপি স্বাধীন দেশকে ডুবিয়ে দিয়েছিল। আওয়ামী লীগের টানা ১০ বছরের ক্ষমতায় মানুষ আজ দুর্নীতির কথা ভুলে গিয়ে চারিদিকে ব্যাপক উন্নয়নমূলক কাজ দেখছেন। আওয়ামী লীগ সরকারের মেয়াদে দেশ অভুতপূর্ব উন্নয়নের পথে এগিয়ে গেছে। মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, শিক্ষাভাতাসহ বিভিন্ন প্রকার সামাজিক কর্মসূচিতে ৭০লাখ মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলবাসীর প্রাণের দাবি পদ্মা সেতু আজ দৃশ্যমান। অর্থনৈতিকভাবে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। দেশের সার্বিক উন্নয়নে সবই প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। সরকারের গৃহীত পদক্ষেপের কারণেই এটা সম্ভব হয়েছে।
মহাজোটের সম্ভাব্য প্রার্থী যুবমৈত্রীর কেন্দ্রীয় সহসভাপতি শিক্ষানুরাগী আতিকুর রহমান আতিক বলেন, বর্তমান মহাজোট সরকারের উন্নয়ন কর্মসূচি তৃনমূল পর্যায়ের জনগণের কাছে তুলে ধরার মাধ্যমে একাদশ জাতীয় নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পূণঃরায় মহাজোটকে বিজয়ী করার আহবান করা হচ্ছে। ইতোমধ্যে তিনি নেতাকর্মীদের নিয়ে বাবুগঞ্জের রহমতপুর, কলেজ গেট, কেদারপুর, নতুনহাট, চাঁদপাশার বটতলা, রেইনট্রিতলা, নতুনহাট, রাহুতকাঠি বন্দর, বাবুগঞ্জ বাজার, রহমতপুর বাজার, রাহুতকাঠী বাজার, মুলাদী উপজেলা সদর, কাজিরচর, প্যাদারহাট, খাসেরহাট, নবাবেরহাট, চরকালেখা এলাকার প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে ব্যতিক্রমধর্মী প্রচারনা চালিয়েছেন।
বরিশাল-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নারী জাগরনে অগ্রনী ভূমিকা পালন করে গোটা জেলাজুড়ে আলোড়ন সৃষ্টি করা স্বেচ্ছাসেবী এসআর সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধার সন্তান আলহাজ্ব মোঃ সালাহউদ্দিন রিপন বলেন, সবাই জনপ্রতিনিধি হয়ে জনসেবা করতে চান। আমি নতুন কৌশলে এগোচ্ছি। বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের প্রচারনা ও নিজস্ব অর্থায়নে অবহেলিত জনগোষ্ঠির সেবার মাধ্যমে আমি সর্বস্তরের মানুষের সেবক হতে চাই। সেলক্ষ্যে ইতোমধ্যে একাধিক জনসভার মাধ্যমে আমি সরকারের নানা উন্নয়ন কর্মকান্ডের প্রচারনা শুরু করেছি। এতে করে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেমন উজ্জীবিত হয়েছে, তেমনি সাধারণ মানুষও উজ্জীবিত হচ্ছে। দেশের অগ্রগতির চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরেছি। ফলে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা জানতে পেরেছেন। তার এমন কর্মসূচীর মূল টার্গেট আরও বেশি জনগণের কাছাকাছি পৌঁছানো এবং তাদের কাছে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরা।
Leave a Reply