শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:১৬ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ শিক্ষা কোনো পণ্য নয়, শিক্ষা নিয়ে ব্যবসা নয়- স্লোগানে বিক্ষোভ করেছে বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। ফরম পূরণে জাতীয় বিশ্ববিদ্যালয় নির্ধারিত ফি-এর বাহিরে বিভিন্ন অযৌক্তিক খাত দেখিয়ে অতিরিক্ত অর্থ আদায় করায় কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে এ বিক্ষোভ হয়েছে।
শনিবার সকাল ১১টার দিকে বিএম কলেজের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (অনার্স ৪র্থ বর্ষ) শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের জিরো পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বেড় করে। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে কলেজের সামনের নতুন বাজার নথুল্লাবাদ গিয়ে শেষ হয় পরে সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের পক্ষ থেকে তানজিলুর রহমান, রাশেদুল ইসলাম আকাশ, ফয়সাল হোসেন, নবীন সিকদার, সৈকত বিশ্বাস, সুমন ডাকুয়া ও আরিফ মাহমুদ বলেন, আমাদের দাবি পূরণ করা না হলে কলেজে কোনো পরীক্ষা হতে দেওয়া হবে না। প্রয়োজনে ক্যাম্পাসের সব দফতরে তালা ঝুলিয়ে অচল করে দেওয়া হবে।
Leave a Reply