বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১২:২২ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ বৃহস্পতিবার বঙ্গভবনে যাচ্ছেন কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন। আজ বিকেল ৩টায় সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়েছে।রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও ভোটের সম্ভাব্য তারিখের প্রস্তাব উপস্থাপন করা হবে।রাষ্ট্রপতির সঙ্গে আজকের সাক্ষাতের পর আগামী শনিবার কমিশন সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।ইসি জানিয়েছে, ওই সভাতেই ভোটের তারিখ নির্ধারিত হতে পারে।
রাষ্ট্রপতির সঙ্গে আজকের সাক্ষাতে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী ছাড়াও ইসি সচিব হেলালুদ্দীন আহমদও অংশ নেবেন।
Leave a Reply