রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৪৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: ভিডিওটি পোস্ট করে হিমেশ রেশমিয়া লিখেছেন, ‘‘তেরি মেরি কাহানি গানে দুরন্ত কণ্ঠ দেওয়ার পরে গায়িকা রানু মণ্ডলের সুরেলা কণ্ঠে ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হির’’ সিনেমার আরও একটি গান রেকর্ড করা হচ্ছে। এখানে রইল এই গানের কিছুটা ঝলক। এই আলাপ ও ভয়েস-ওভার গানের থিম। আপনাদের সকলের এমন ভালোবাসার জন্য ধন্যবাদ।”
রানু মন্ডলের গান গাওয়ার এমন প্রতিভা দেখে মুগ্ধ হয়েছিলেন বলিউডের এই সঙ্গীতশিল্পী। সুপারস্টার সিঙ্গারের মঞ্চে রানু মণ্ডলের গান ‘এক প্যায়ার কা নাগমা…’ শুনে তাকে তার সিনেমায় গান গাওয়ার জন্য অনুরোধ করেছিলেন হিমেশ।
এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে হিমেশ বলেন, “সালমান খানের বাবা বলেছেন যে, যখনই আপনি নতুন প্রতিভা দেখবেন, তাকে সামনে আনার চেষ্টা করুন, তাই আমি চাই আপনি আমার চলচ্চিত্রের জন্য একটি গান করিয়ে দিন।”
বলিউডে নিজের পরিচয় তৈরি করার আগে রানাঘাট রেলস্টেশনের কাছে গান গাইতেন রানু। মানুষজনকে গান শুনিয়েই পেট চালাতেন এই বৃদ্ধা। মাথার উপর তেমন ছাদও ছিল না রানুর। কিন্তু স্টেশনেই তোলা একটি ভিডিওতে লতা মঙ্গেশকরের গান জীবন রাতারাতি বদলে দিল ওই বৃদ্ধার!
Leave a Reply