বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১২:২৬ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি॥ আসন্ন জাতীয় নির্বাচনে বরিশাল-৩ আসনে স¦তন্ত্র প্রার্থী বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারন সম্পাদক আতিকুর রহমান কে ঘিরে স্বপ্ন দেখছেন বাবুগঞ্জ-মুলাদীর অবহেলীত জনগন। স্বাধীনতার পর থেকে জোট-মহাজোটের মারপ্যাচে নির্বাচিত জনপ্রতিনিধিগন উপজেলা দুটির প্রত্যান্ত অঞ্চলে উন্নয়ন পৌছে দিতে ব্যার্থ হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। বিগত দিনের ব্যর্থতার গ্লানী মুছে দিয়ে আসনটির অবহেলীত জনগনের ভাগ্য উন্নয়নে কাজ করবেন বলে প্রচার করছেন স্বতন্ত্র এই প্রার্থী।
বাবুগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়ন, মুলাদী উপজেলার ৭ টি ইউনিয়ন ও একটি পৌর সভায় নিজে ঘুরে ঘুরে গন-সংযোগ,পথসভা,মটর শোভাযাত্রা করে উন্নয়নের স্বার্থে ভোট প্রার্থনা করেন কেন্দ্রীয় যুব-মৈত্রীর সহ-সভাপতি আতিকুর রহমান ।তিনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে দোয়া ও আর্শিবাদ কামনা করে সময় কাটাচ্ছেন। গতকাল শুক্রবার বরিশাল-ঢাকা মহাসড়কের নতুন হাট নামক স্টেশনসহ কয়েকটি স্টেশনে গন সংযোগ করেন। এসময় তিনি বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা তুলে ধরে বলেন, উন্নয়ন করতে হলে মানুষিকতা থাকতে হবে। বিভিন্ন দপ্তরে গিয়ে ধরনা ধরতে হবে।
জনগনের সুখ-দুঃখ বজতে হবে। আপনাদের কাছে সেবা করার সুযোগ চাই। বিগত দিনে জনপ্রতিনিধি বানিয়ে দেখছেন।কথা দিলাম একবার সুযোগ পেলে াাগামীতে ভোট চইতে আসব না। কাজ দেখেই ভোট দিবেন।এসময় উপস্তিত ছিলেন বীর প্রতিক রত্তন আলী শরিফ,ইউপি সদস্য শাহ-আলম,সাবেক মেম্বার মালেক সিকদার,ব্যাবসায়ী জাহাঙ্গীর খান,রুবেল বেপারি,আবু চৌকিদার,সহিদুল ইসলাম,শিক্ষক হাবিবুর রহমান,ছাত্র নেতা সাব্বির হোসেন,আসাদুজ্জামন প্রমুখ।
Leave a Reply