বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৬ পূর্বাহ্ন
মির্জাগঞ্জ প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জের ১নং মাধবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান দিনব্যাপী বৃহস্পতিবার (সাত মার্চ) অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র -ছাত্রীবৃন্দের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে বিদ্যালয়ের অর্ধশত ছাত্র-ছাত্রীরা প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মাধবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এস এম সি কমিটির সভাপতি মো: সোহেল রানা। প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জনাব মো: রিয়াজুল হক।
বিশেষ অতিথি ছিলেন,প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল কালাম আজাদ,মির্জাগঞ্জ উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান মো: জহিরুল ইসলাম জুয়েল, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো: নিজাম উদ্দিন,ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন হাওলাদার, মাধবখালী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী মো: মিজানুর রহমান লাভলু,উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মোস্তাফিজ রহমান, মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মো: জাহাঙ্গীর আলম, মাধবখালী ইউনিয়ন কল্যাণ সমিতি( ঢাকা) এর সভাপতি কাজী মশিউর রহমান বাবলু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক চৌধুরী, মাধবখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান পলাশ ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তুহিন, মাধবখালী ইউনিয়ন ছাত্রলীগ এর সভাপতি মোঃ কামাল হোসেন জুয়েলসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন।
Leave a Reply