শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:০৮ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি:ভোলা-৩ আসনের বিএনপি প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে নির্বাচনে নাশকতা পরিকল্পনামূলক ফোনালাপের অভিযোগে বাবুল বিশ্বাসকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব- ৮)। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে। শুক্রবার (২৮ ডিসেম্বর) বিকালে র্যাব-৮ এর আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভোলা ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার সোয়েব আহমেদ খান এ তথ্য জানান।
তিনি জানান, র্যাবের নিজস্ব গোয়েন্দার দেয়া তথ্যের ভিত্তিতে তার নেতৃত্বে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে জেলার লালমোহনের ফরাজীবাজার এলাকা থেকে বাবুল বিশ্বাসকে আটক করা হয় আটককৃত বাবুল লালামোহনে কারিজাবাদ গ্রামের কালু বিশ্বাসের ছেলে।
তাকে লালামোহন থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। সোয়েব আহমেদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল বিশ্বাস মেজর হাফিজের সঙ্গে ফোনালাপের কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply