মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধি ॥
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হেতালিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত কৃষক মো. শাহজাহান হাওলাদার (৫৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। নিহতের ভাই মো. জাহাঙ্গীর আলম জানান, গত ৯ সেপ্টেম্বর সকালে জমিতে বিজতলা রোপন করা নিয়ে প্রতিবেশী রেজাউল করিম কলিম হাওলাদার এর সঙ্গে তার ঝগড়া হয়। জমি চাষ শেষে বাড়ী ফেরার পথে হাওলাদার বাড়ীর মসজিদের কাছে পৌঁছলে এ ঘটনার জের ধরে কলিম হাওলাদার ও তার ছেলে সবুজ হাওলাদার তাদের স্বজনদের নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় শাহজাহান হাওলাদার গুরুতর আহত হন।
কৃষক শাহজাহানের স্বজনরা বাড়ীতে না থাকায় পরের দিন ১০ সেপ্টেম্বর সকালে তাকে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে বেশ কিছুদিন তাকে চিকিৎসার পর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত ৮ অক্টোবর প্রথমে তাকে খুলনা হাসপাতালে নেয়া হয় এবং পরে তার অবস্থার আরও অবনতি হলে ৯ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভার্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মারা যান তিনি। জাহাঙ্গীর আলম আরও জানান, আঘাতে মস্তিস্কে রক্ত জমাট হাওয়ার কারণে তার ভাই মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকগণ তার ব্রেইনে অস্ত্রপাচারের স্বিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু অপারেশনের পূর্বেই সে মারা যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে তার ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। হামলার পরদিন এ ঘটনায় ভান্ডারিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছিল। হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply