শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলা মোহনগঞ্জ বাজার থেকে বকশিচর গ্রামের গোলাম আরজ সিকদার বাড়ী হয়ে মিলেমিশে এ্যাগ্রো (দুগ্ধ খামার) পর্যন্ত গুরুত্বপূর্ন রাস্তার বেহাল দশায় এলাকার প্রায় কয়েক হাজার লোকের চলাচলে ব্যাপক দূভোর্গ পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টি হলে কাদা হয়ে রাস্তার বিভিন্ন অংশ ভেঙ্গে গেছে। বর্ষা হলে রাস্তাটি পানিতে তলিয়ে যায়।
এই রাস্তা দিয়ে চাঁদপাশা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের মানুষ এ রাস্তা দিয়ে উপজেলা সদরসহ বরিশালে যাতায়াত করে আসছে। হাজার মানুষের প্রতিদিনের চলার দীর্ঘদিনের ভোগান্তির নিরশনের জন্য রাস্তাটি পাকাকরনের দাবি এলাকাবাসীর।এলাকাবাসির দাবির মুখে সাম্প্রতিক বরিশাল-৩আসনের সংসদ শেখ মোঃ টিপু সুলতান রাস্তাটি পরিদর্শন করেছে।
সরেজমিনে গিয়ে স্থানীয় মিলেমিশে এগ্রো ও মৎম খামার এর প্রোপাইটার মাসুদ সিকদার বলেন গুরুত্বপূর্ন রাস্তাটি সংস্কার না করায় আমার ফার্মের লক্ষ টাকা লোকসান গুনতে হচ্ছে। এ ব্যাপারে জাতীয় শ্রমিক ফেডারশনের সভাপতি ফরিদ সিকদার জানায় স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ টিপু সুলতান রাস্তাটি পরিদর্শন করে রাস্তাটি সংস্কারের প্রতিশ্রতি দিয়েছেন।
Leave a Reply