শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ১০:০০ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি॥ আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বাবুগঞ্জের ৪ টি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বারদের চলছে মনোনয়ন পত্র সংগ্রহ ও দাখিল । মনোনয়নপত্র সংগ্রহের কাজ শেষ হতে না হতেই কেউ কেউ সময় হাতে থাকতেই মনোনয়ন প্রত্র দাখিল করছেন ।
রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম(নির্বাচন অফিসার) ও মাহমুল হাসিব’র(সমাজ সেবা কর্মকর্তা) দপ্তর থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করছেন প্রার্থীরা।
সোমবার মনোয়ন পত্র সংগ্রহ করেন দেহেরগতি ইউনিয়নের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান মশিউর রহমানের (নৌকা ) প্রতীকের পক্ষে তার কর্মী সমার্থকরা। রির্টানিং কর্মকর্তা বরাবর মনোনয়নপত্র দাখিল করেন কেদারপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বারবার নির্বাচিত ইউপি সদস্য লাভলু খান ।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, সাবেক অধ্যক্ষ মাওঃ আব্দুল কাদেও মাল, সাবেক প্রধান শিক্ষক মুনসুর আহাম্মেদ, সেলিম জোমাদ্দার , রশিদ ব্যাপারি প্রমুখ।
কেদারপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য রোকন উজ্জামান প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেন, দেহেরগতি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য সাইফুল ইসলাম মনোনয়ন পত্র দাখিল করেন, দেহেরগতি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মোশারফ হোসেন হাওলাদার মনোনয়ন পত্র দাখিল করেন।
এসময় উপস্থিত ছিলেন ছত্তার ফকির, সেলিম শরিফ, আব্দুল গনি, জালাল চৌকিদার প্রমুখ। দেহেরগতি ১নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মোঃ বাবুল হাওলাদার ও ২নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মোঃ ফিরোজ মুন্সিসহ অনেকেই মনোনয়ন পত্র দাখিল করেন।
Leave a Reply