শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:০৫ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বাবুগঞ্জে প্রেসক্লাবসহ বিভিন্ন প্রকল্পের প্রায় অর্ধকোটি টাকার চেক বিতরণ করেছেন জেলাপরিষদের সম্মানিত সদস্য ও বাবুগঞ্জ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব। তিনি গতকাল সোমবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকার মসজিদ,মন্দির, মাদ্রাসা, সড়ক সংস্কার, গভীর নলকুপসহ ৩৩টি প্রকল্পের অনুকুলে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে উপজেলা প্রেসক্লাব মিলনায়াতনে বসে ৪৫ লক্ষ টাকার আলাদা চেক প্রদান করেন।
বাবুগঞ্জ প্রেসক্লাব সভাপতি জহিরুল হাসান অরুনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সম্মানিত সদস্য ফারজানা বিনতে ওহাব।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি ঢাকা মহানগর(উত্তর)’র মহিলা যুবলীগের সহ-সভাপতি সালমা আক্তার, বাবুগঞ্জ উপজেলা আ’লীগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আহাম্মেদ শিল্পী এবং আওয়ামী লীগ নেতা শাহিনুল ইসলাম সিকদার, প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক সাইফুর রহিম, চাঁদপাশা ইউপি সদস্য মোঃ জাকির হোসন, মাধবপাশা ইউপি সদস্য মোঃ জাকির হোসন প্রমূখ।
Leave a Reply