বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:৪৩ পূর্বাহ্ন
আরিফ হোসেন,বাবুগঞ্জ॥ বরিশালের বাবুগঞ্জের ৬টি ইউনিয়নের মধ্যে প্রথমধাপে ৪টিতে ১১ এপ্রিল ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং অফিসারদের কাছে ৪টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য পদে সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত ৪টি ইউনিয়নে চেয়ারম্যানপদে ২৩জন ,ইউপি সদস্য পদে ১৫১জন ও সংরক্ষিত সদস্য(মহিলা) পদে ৪২জন মনোনয়নপত্র দাখিল করেন। ১নং জাহাঙ্গীর নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬জনের মধ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এস এম তারিকুল ইসলাম, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মোঃ সাদাত হোসেন, স্বতন্ত্র কামরুল আহসান খান, সানাউল হক মিয়া,এবিএম কামরুজ্জামান মাসুম, এইচএম আব্দুল সামিউল্লাহ মনোনয়ন দাখিল করেন।
২নং কেদারপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জনের মধ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নুরে আলম, ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী মোঃ জামাল উদ্দীন, ইসলামী আন্দোলন মনোনীত মোঃ আব্দুল ছত্তার হাওলাদার, স্বতন্ত্র প্রার্থী মাহাবুব আলম, মাওলানা আতায়ার আলী শরিফ, মোঃ আজিজুল ইসলাম, মজিবুর রহমান মনোনয়নপত্র দাখিল করেন, ৩নং দেহেরগতি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জনের মধ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ মমিউর রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী রকিবুল হাসান রনি খান, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মেজবাহ উদ্দিন স্বজল কাজী, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী নুর উদ্দিন খান মনোনয়নপত্র দাখিল করেন।
৬নং মাধবপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জনের মধ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন হাওলাদার, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সিদ্দিকুর রহমান, স্বতন্ত্র প্রার্থী কাজী মইদুল ইসলাম, আক্তার হোসেন খোকা, আনোয়ার হোসেন মোল্লা, জামাল খান মনোনয়নপত্র দাখিল করেন।
১৯এপ্রিল যাছাই-বাছাই শেষে মনোনয়নপত্র চুড়ান্ত করা হবে। বাবুগঞ্জ নির্বাচন অফিসার সাইফুল ইসলাম বলেন, প্রত্যেক প্রার্থীকে নির্বাচনী আচারন বিধি মেনে প্রচারনা করতে হবে। অন্যথায় আচারন বিধি লঙ্ঘন’র আওতায় আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply