বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৭ অপরাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি॥ আসন্ন ইউপি নির্বাচনে বরিশালের বানারীপাড়ার ৭ ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত হয়েছে। মনোনয়ন প্রাপ্তরা হলেন বানারীপাড়া সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. জলিল ঘরামী, ইলুহারে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, বিশারকান্দিতে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক সাইফুল ইসলাম শান্ত, বাইশারীতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্যামল চক্রবর্তী, চাখারে সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মজিবুল ইসলাম টুকু, উদয়কাঠিতে বর্তমান চেয়ারম্যান রাহাত আহম্মেদ ননী ও সলিয়াবাকপুরে সিদ্দিকুর রহমান মাষ্টার।
প্রথম ধাপে উপজেলার অপর ইউনিয়ন সৈয়দকাঠিতে নির্বাচন না হওয়ায় সেখানে আওয়ামী লীগের প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি। ৩ মার্চ তফসিল ঘোষণার আগে বানারীপাড়া উপজেলার ওই ৭টি ইউপি এবং (নির্বাচন না হওয়া সৈয়দকাঠি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে) ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রায় ৯০ জন প্রার্থীরা দলীয় মনোনয়নের জন্য উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে তাদের আবেদনপত্র জমা দেন।
ওই সময়ে বর্তমান চেয়ারম্যানদের কাছ থেকে আবেদন গ্রহনের সময় নগদ ১০ হাজার টাকা করে এবং নতুন আবেদন করা নেতা ও কর্মীদের কাছ থেকে ৫ হাজার টাকা করে নগদ গ্রহন করা হয়। জানাগেছে পরে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি ও সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুসসহ শীর্ষ নেতাদের কাছে ৮ ইউপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের আবেদন জমা দেন উপজেলা আওয়ামী লীগ।
তবে প্রত্যেক ইউনিয়নের সেই আবেদনের তালিকা থেকে মনোনয়ন বোর্ডে কতজনের নাম দেয়া হয়েছে দলের হাইকমান্ডের কাছে তা জানা যায়নি।
এর প্রেক্ষিতে ১০ মার্চ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড এ উপজেলার ৭টি ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী বানারীপাড়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৮ মার্চ, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৯ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ ও ১১ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
Leave a Reply