শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:১৮ পূর্বাহ্ন
সুমন খান, বানারীপাড়া ॥
বানারীপাড়ায় ছাত্রলীগ নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ অব্যাহত রয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় চাখার কলেজ ছাত্রলীগ বিশাল বিক্ষোভ মিছিল বের করে। মিছিল নিয়ে নেতা-কর্মীরা ছাত্রলীগ নেতাদের ওপর হামলাকারী আসামীদের গ্রেফতার এবং ছাত্রলীগ নেতৃবৃন্দ ও তাদের পরিবারের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন চাখার কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মনির বিশ্বাস ও পৌরছাত্রলীগ সভাপতি রুহুল আমিন রাসেল, সুমন দেবনাথ, কলেজ ছাত্রলীগ নেতা ও চাখার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ্, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবিদ আল হাসান রাজু, মনির হোসেন, সাদ্দাম হোসেন, ছাত্রলীগ নেতা মেহেদি হাসান রাজ, সরকারি চাখার ফজলুল হক কলেজের সাংগঠনিক সম্পাদক তানভীর আহম্মেদ রনি, ছাত্রলীগ নেতা উৎপল শাঁখারী, বানারীপাড়া ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা মিরাজ মোল্লা প্রমুখ ।
উল্লেখ্য, ২৬ আগস্ট রবিবার বিকালে জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া-মিলাদের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকান হাওলাদার’র ওপর মাইনুল ইসলাম রুমন’র নেতৃত্বে আসামীরা মটরসাইকেলে এসে অতর্কিত হামলা চালায়। এ সময় ফোরকানের সঙ্গে থাকা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহাতাব হোসেন মহসিন,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী ও ছাত্রলীগ নেতা সুমন সিদ্দিকী হামলার শিকার হন।
Leave a Reply