রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ দুই মাসের শিশু কন্যাকে ওকবারের জন্য বুকের দুধ খাওয়াতে পারেনি সুমি। ছোটা শিশু কন্যাটির বাবাও নেই। অথ্যাৎ সুমি স্বামী পরিত্যাক্ত। বাচ্চার জন্য দুধ কেনার সামর্থ্যও নেই। এমনি অবস্থায় সুমি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৩য় তলার ৯নং ওয়ার্ডের বারান্দায় জীবন মৃত্যুর সন্ধীক্ষনে কাতরাচ্ছে। সুমির কিছু হলে ছোট শিশুটি তার মাকেও হারাবে।
২ মাসের শিশু কন্যাকে বাচিয়ে রাখার জন্যই বাচতে চায় সুমি। তার বাচার জন্যই আপনার আমার সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া প্রয়জন। আপনার সাহায্যে বেচে যাবে সুমি এবং মায়ের কোলে নিরাপদে থাকবে শিশু কন্যা। যোগাযোগ- ০১৯৬৩৫৩৮ ৪৯৮ ( সুমি )
Leave a Reply