বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন
বাকেরগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের বাকেরগঞ্জ পৌরসভা এলাকা থেকে মুক্তা বেগম (৩০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মুক্তা পৌরসভার ৬ নং ওয়ার্ডের হেলিপ্যাড সংলগ্ন মৃধা বাড়ির মৃত. ইউনুস মৃধার পুত্র ফিরোজ মৃধার স্ত্রী।
থানা সূত্রে জানায়, বুধবার রাত সাড়ে ৮ টায় ঘরের পিছনে জামরুল গাছে সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাস্থান থেকে একটি টর্চ লাট, বসার মরা ও মোবাইল ফোন পাওয়া গেছে। মুক্তা বেগমের দেবর সাহেব আলী তাকে খোঁজা খুঁজি করে ঘরের পিছনে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দিলে বাড়ির অন্যান্য লোকজন ছুটে এসে। পরে বাকেরগঞ্জ থানায় সংবাদ দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
একাধিক সূত্রে জানায় যায়, মুক্তা বেগম দীর্ঘদিন যাবৎ পরকিয়া সম্পর্ক করার কারণে সংসারে বিভিন্ন সময় কলহ লেগে থাকতো। মুক্তার স্বামী ফিরোজ বিভিন্ন সময় বারণ করা সত্বেও সে পরকিয়া সম্পর্ক চালাচ্ছিল। বাড়ির লোকজনের ধারণা এরই জের ধরে আজ আত্মহত্যার ঘটনা ঘটেছে। এবিষয় বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, আমরা লাশ উদ্ধার করে সুরাতল করে ময়না তদন্তের জন্য বরিশাল মেডিকেলে প্রেরণ করেছি। রিপোর্ট আসলে মৃত্যুর কারণ বলা যাবে।
Leave a Reply