রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:০৬ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল মহানগরে জাতীয় পার্টির (জাপা) ৩০টি ওয়ার্ড বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার মহানগরের আহ্বায়ক অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলা হয়, ওয়ার্ডগুলোর সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে আকস্মিক একযোগে কমিটি ভেঙে দেওয়ায় ওয়ার্ড নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, শনিবার বিকেলে নগরের ২৯ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টি সম্মেলনের মাধ্যমে ওয়ার্ড কমিটি গঠিত হতে যাচ্ছে। পর্যায়ক্রমে সব ওয়ার্ড কমিটি সম্মেলনের মাধ্যমে গঠন করা হবে।
এদিকে মহানগরের বিভিন্ন ওয়ার্ডের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, হঠাৎ করে কমিটি বিলুপ্ত করায় সাংগঠনিক অবস্থার বিপর্যয় ঘটতে পারে। নতুন করে কীভাবে ওয়ার্ড কমিটি গঠন করা হবে তার কোনো দিকনির্দেশনাও দেয়নি নগর জাপার নতুন নেতৃত্ব।
এ ব্যাপারে মহানগর জাপার সদস্য সচিব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বলেন, আহ্বায়ক, সদস্য সচিব ক্ষমতাবলে কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন। আগের কমিটির কোনো কার্যক্রম নেই। নগরের সব ওয়ার্ডে কমিটিও নেই।
বরিশালে অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল ও ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুরতুজা আবেদীনের নেতৃত্বে স্থানীয় জাপায় বিবদমান দুটি গ্রুপ দীর্ঘদিন ধরে দৃশ্যমান। আগে জেলার নেতৃত্বে ছিলেন অধ্যক্ষ হাবুল ও মহানগরের নেতৃত্ব দিতেন কাউন্সিলর মুরতুজা। গত ২৮ ফেব্রুয়ারি কাউন্সিলর মুরতুজাকে জেলা আহ্বায়ক ও অধ্যক্ষ হাবুলকে মহানগরের আহ্বায়ক করে জাপার নতুন কমিটি গঠন করা হয়। ভেঙে দেওয়া ওয়ার্ড কমিটিগুলো মহানগরের সাবেক সভাপতি মুরতুজা আবেদীনের সময়ে গঠন করা হয়।
Leave a Reply