বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল জেলা ও নগরীতে শুদ্ধস্বরে জাতীয় সংগীত প্রতিযোগীতা-২০২০ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনভর বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত কালেক্টরেট স্কুল প্রাঙ্গনে নগরীর প্রাথমিক পর্যায়ের ২০টি, মাধ্যমিক পর্যায়ে ২০টি ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১১ টি শিক্ষা এবং জেলার প্রাথমিক পর্যায়ে ১০টি, মাধ্যমিক পর্যায়ে ১০ টি ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শুদ্ধস্বরে জাতীয় সংগীত প্রতিযোগীতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগীতায় নগরীর মধ্যে প্রাথমিক পর্যায়ে বরিশাল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় এবং মাধ্যমিক পর্যায়েও একই বিদ্যালয় প্রথম স্থান অধিকার করে। আর নগরীর মধ্যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করে অমৃত লাল দে মহাবিদ্যালয়।
জেলায় প্রাথমিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করে আগৈলঝাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক পর্যায়ে প্রথম হয় একই উপজেলার এস,এম, মাধ্যমিক বিদ্যালয়। উচ্চ মাধ্যমিক পর্যায়ে জেলায় প্রথম স্থান অধিকার করে একই উপজেলার সরকারী শহীদ আবদুর রব সেরনিয়াবাত কলেজ।বিজয়ীরা এর পর জাতীয় পর্যায়ে শুদ্ধস্বরে জাতীয় সংগীত প্রতিযোগীতা প্রতিযোগীতায় অংশ নেবেন।
বিকেলে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুর রকিব, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হোসেন চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এসএম ইকবাল, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর খোন্দকার অলিউল ইসলাম ও উপাধ্যক্ষ প্রফেসর বিপ্লব কুমার ভট্টাচার্য্য এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী। অনুষ্ঠানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ, শিক্ষক, অংশগ্রহনকারী শিক্ষার্থী ও অভিভাবক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply