শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ বরিশালে ব্যাটারিচালিত রিকশা সড়কপথে চলাচল করতে দেওয়ার দাবিতে রিকশা শ্রমিকরা আগামী ২ অক্টোবর থেকে আমরণ অনশন শুরু করবেন বলে জানিয়েছেন।রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নগরীতে ব্যাটারিচালিত রিকশা মালিক-শ্রমিক সংগ্রাম কমিটি এক সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রশাসন ১৯ আগস্ট থেকে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেওয়ায় রিকশা শ্রমিক ও তাদের পরিবার মানবেতর জীবনযাপন করছেন। শ্রমিকদের মানবিক কারণে রিকশা চলাচলের অনুমতি দেওয়ার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও গণস্বাক্ষর সংগ্রহসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্দোলনের পাশাপাশি প্রশাসনের সর্বস্তরে ধর্না দিয়েছেন।
মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এখন পর্যন্ত আন্দোলনকারী রিকশা শ্রমিকদের সঙ্গে দেখা করেননি।
সংগঠনের উপদেষ্টা জেলা বাসদের সদস্য সচিব ডা. মণীষা চক্রবর্তী বলেন, বিষয়টি শান্তিপূর্ণ সমাধানের সকল চেষ্টায় ব্যর্থ হয়ে অবশেষে জীবনের ঝুঁকি নিয়ে তারা আমরণ কর্মসূচি করার সিদ্ধান্ত নিয়েছেন।
Leave a Reply