সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:২৭ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র বরিশাল নগরীতে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ( ১৮ ফেব্রুয়ারি) সকালে ২৭ নং ওয়ার্ডের ইন্দ্রকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছে ৩ জন। আহতরা হলেন মোঃ বেল্লাল, ইউনূস, আজিজুল। ঘটনা স্থান পরিদর্শন করেন এয়ারপোর্ট থানা পুলিশ। ওই ঘটনায় এয়ারপোর্ট থানায় ৭ জনকে আসামী করে শনিবার (২১ ফেব্রুয়ারি) একটি মামলা দায়ের করা হয়েছে। যার নং ১৭। হামলাকরীরা হলো,একই ওয়ার্ডের ওহাব সরদারের ছেলে মোঃ নয়ন,সোহেল, সোহাগ,মিরাজ,মিলন,একলাছ,ওয়াব নিজেও এই হামলা চালান বলে জানিয়েছেন আহত পরিবার। মামালার বাদী মোসাঃ পারভিন বেগম বলেন, মামলা করে ও হুমকীর মুখে রয়েছে আমার পরিবার,হামলাকরীদের বাড়ির সামনে থেকে যাতায়াত করার কারনে যখন তখন অশ্লীল ভাষা করে এবং প্রান নাশের হুমকি দিয়ে যাচ্ছে তারা।
এমত অবস্থায় এয়ারপোর্ট থানা পুলিশের কাছে সাধারন ডায়রি করতে চাইলেও তা পারেনি বলে জানান পারভিন বেগম। ঘটনার সত্যতা নিশ্চিত করে এ,এস আই রেহান বলেন, আমি ট্রেনিং আছি আসার পরপরই ব্যবস্থা নেয়া হবে । সাধারন ডায়রি বিষয়টি জানতে চাইলে এয়ারপোর্ট থানা অফিসার ইনচার্জ জাহিদ বিন আলম বলেন,সাধারন ডায়রি করতে পারবেনা এরকম কোন কথা নেই। মামলার তদন্তকরী কর্মকর্তা ট্রেনিং আছেন আসলে দ্রুত ভাবে দেখতে বলা হবে। পারভিন বেগম আরো বলেন, বর্তমানে মামলার প্রধান আসামী নয়ন জেল হাজতবাস রয়েছে ।বাকিরা মামলা তোলার জন্য বিভিন্ন ভাবে প্রান নাশের হুমকী দিয়ে যাচ্ছে। আইন শৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি ভুক্তিভোগী পারভিন বেগম ।
Leave a Reply