বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে এক নারী মাদক কারবারিকে তিনটি পৃথক ধারায় যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম সোমবার (২৭ জানুয়ারি) বিকালে আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডিত নারী মোর্শেদা বেগম বরগুনা জেলার মান্নান চৌকিদারের মেয়ে।
আদালত সূত্রে জানা যায়, মোর্শেদা বেগম বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা রিজিয়া ম্যানসন নামক ভবনের নিচ তলায় ভাড়া থাকত। এ বাসায় থেকে সে মাদক কারবার করত। গোপন সংবাদের ভিত্তিতে নগর গোয়েন্দা পুলিশ ২০১৬ সালের ৮ মার্চ ভাড়া বাসায় অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল, সাড়ে ৫শ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ মোর্শেদাকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় দায়ের হওয়া মামলায় তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ মোর্শেদাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালতে ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মোর্শেদাকে উল্লেখিত দণ্ড দেওয়া হয়।
Leave a Reply