বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় ঘূর্ণিঝড় আমফানের প্রভাব পড়তে শুরু করেছে। ঘূর্ণিঝড় আমফান যতই উপকূলের কাছাকাছি এগিয়ে আসছে ততই আকাশ মেঘাচ্ছন্ন হচ্ছে। মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ১০টা থেকে থেকেই শুরু হয়েছে বৃষ্টি।
বৃষ্টির কারণে গুমট ভ্যাপসা গরম কমে পরিবেশ কিছুটা ঠাণ্ডা হওয়ায় রোজার মাসে গরমে অতিষ্ঠ হওয়া সাধারণ মানুষ কিছুটা স্বস্তি বোধ করলেও আকাশ অন্ধকার হয়ে আসায় স্থানীয়দের মাঝে ঘূর্ণিঝড়ের ভীতি দেখা দিয়েছে। এদিকে, ঘূর্ণিঝড়ে কারণে ক্ষয়ক্ষতি কমাতে প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হলেও তেমন কেউ এখনও কেন্দ্রে যাওয়া শুরু করেননি।
স্থানীয়রা বলছেন , ‘এখন যেয়ে কী করব, ঝড় তো শুরু হয়নি, ঝড় আসুক দেখি কী হয়, তারপর যাব আশ্রয়কেন্দ্রে। আবার কেউ কেউ বলছেন, ‘এ মুহূর্তে আশ্রয়কেন্দ্রে যেতে ভয় লাগছে, কারণ করোনাভাইরাস ছড়াতে পারে। আশ্রয়কেন্দ্রে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসবে, কার ভেতরে কী আছে তা তো কেউ জানে না। ঝড়ে যা হয় হোক, করোনা থেকে তো বাঁচা যাবে।
Leave a Reply