রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১০:৩৭ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ওষুধ পাচারের অভিযোগ উঠেছে। ওই ঘটনার শনিবার গভীর রাতে সংবাদ সংগ্রহকালে গনমাধ্যকর্মীদের আটকে রাখে চিকিৎসকরা।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশ ঘটনাস্থলে এলে গনমাধ্যম কর্মীদের ছেড়ে দেয়া হয়। এসময় হাসপাতালের অভিযুক্ত আবাসিক মেডিকেল অফিসারের শাস্তি দাবি করে বিক্ষোভ করা হয়। এ ঘটনায় চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।
গৌরনদীর স্থানীয় সংবাদকর্মী মো. গিয়াস উদ্দিন মিয়া অভিযোগ করেন, তারা কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সরকারি ওষুধ বাইরে বিক্রির উদ্দেশ্যে পাচার করার খবর পেয়ে শনিবার রাত ৯টার দিকে সেখানে যান।
এ সময় সংবাদকর্মীরা দেখতে পান আবাসিক মেডিকেল অফিসার ডা. মাজেদুল কাওসার, স্টোর কিপার সাইদুর রহমান, স্টাফ আনোয়ার হোসেনসহ বহিরাগত ৩/৪জন কয়েকটি বস্তা ভর্তি সরকারি ওষুধ বাইরে নিয়ে যাচ্ছে। এ সময় তারা ছবি তুলতে গেলে ডা. মাজেদুল কাওসার ও স্টাফরা সরকারি ওষুধ ফেলে হাসপাতালের গেট আটকে পালিয়ে যায়। এতে তারা হাসপাতালে অবরুদ্ধ হয়ে পড়েন।
খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস রাত ১১টায় ঘটনাস্থলে পৌছে তালা খুলে দিলে অবরুদ্ধ সংবাদকর্মীরা মুক্ত হন।
পরে ইউএনওর নির্দেশে থানা পুলিশ তল্লাশী চালিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারের পাশের ঝোপ জঙ্গলের মধ্য থেকে বস্তা ও কার্টন ভর্তি সরকারি ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন, ৩৮পিস হেক্সিসোল জব্দ করেন। এসব ওষুধের বেশকিছুর মেয়াদ রয়েছে ২০২২ সাল পর্যন্ত। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী হাসপাতালের সামনে বিক্ষোভ করেন। রাত ১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তির আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সাইয়্যেদ মো. আমরুল্লাহ জানান, স্টোর কিপার মেয়াদোত্তীর্ণ কিছু ওষুধ পুড়িয়ে নষ্ট করার জন্য নিয়ে যাচ্ছিলেন। কিন্তু রাতের আঁধারে হঠাৎ কয়েকজনকে দেখে তিনি ঘাবড়ে গেছেন। তবে ওই ওষুধ পাচার করা হচ্ছিল কিনা তা খতিয়ে দেখা হবে।
এ ব্যাপারে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, ওই ঘটনা স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। পাশাপাশি ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা কমিটির প্রতিবেদনের অপেক্ষায় আছেন বলে জানান তিনি।
Leave a Reply