শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:২৬ অপরাহ্ন
ইমতিয়াজুর রহমান।।ভোলা সদর উপজেলার পরানগঞ্জ বাজারে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৪০টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হয়ে যায় এবং ২ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
রবিবার দিবাগত রাত (১৪জানু) আনুমানিক ০২.৩০মিনিটের দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে জানাযায়।
স্থানীয়রা জানায়, পরানগঞ্জ বাজারের একটি দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের সূত্রপাত দেখে ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস এসে দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
এতে প্রায় ২৫টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হয়ে যায় এবং ২কোটি টাকার বেশি ক্ষয়-ক্ষতি হয়
ভোলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ৩টি ফায়ার সার্ভিসের ইউনিট প্রায় দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়।
ধারনা করা যাচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রেপাত ঘটে পারে বলে তিনি জানান।
আগুন নিয়ন্ত্রনে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন কর্মী গুরুতর আহত হয়, তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়।
Leave a Reply