শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:১৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :
পিরোজপুরের মঠবাড়িয়ায় খেলার বিরোধকে কেন্দ্র করে নবম শ্রেণীর এক ছাত্র ও তার ভাড়া করা সন্ত্রাসীদের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আবু বকর সাগর (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী। আহত ওই পরীক্ষার্থীকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে বরিশাল শেবাচিম হাসপাতালে সেখানেও তার অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই শিক্ষার্থী গত ৩দিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন আছে। আহত সাগর উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের খোসালের বাড়ীর রিক্সা চালক জাহাঙ্গীর হোসেন কালোর পুত্র ও শহরের কেএম লতিফ ইনষ্টিটিউশনের দশম শ্রেণীর ছাত্র।প্রত্যক্ষদর্শী ও আহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর (রোববার) বিকেলে একই গ্রামের আর্শেদ মিয়ার বাড়ীর সম্মুখ মাঠে ক্রিকেট খেলা নিয়ে সাগরের সাথে প্রতিবেশী ও মাঝেরপুল গ্রামের সৌদি প্রবাসী জাকির হোসেনের পুত্র ও কেএম লতিফ ইনষ্টিটিউশনের ৯ম শ্রেণীর ছাত্র আজিম (১৫) এর বাক বিতন্ডা হয়। ঘটনার কিছুক্ষণ পর সন্ধ্যায় সাগর মাঝেরপুল বাজার থেকে সাইকেল যোগে বাড়ী ফেরার পথে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষ আজিম ও তার ভাড়া করা ৪/৫ জন সহযোগীরা মিলে পিছন থেকে গাব গাছের লাঠি দিয়ে সজোরে আঘাত করলে সাগর মাটিতে লুটিয়ে পড়ে। এরপর সন্ত্রাসীরা এলোপাতারি আঘাত করতে থাকলে সামনের চোয়ালের ৩টি দাঁত উপড়ে পরে যায় এবং উপরের ঠোঁট কেটে বিচ্ছিন্ন হয়। সাগর কাকতি মিনতি করলেও তাদের তান্ডব থামেনি। এরপরও আঘাত করলে তার মাথা, হাত ও পা ভেঙ্গে যায়। স্বজনরা গুরুতর অবস্থায় সাগরকে সন্ধ্যা রাতে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতি ঘটলে ওই রাতেই তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার অবস্থা আরও গুরুতর হওয়ায় গতকাল সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে গত ৩দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।আহত সাগরের পিতা জাহাঙ্গীর হোসেন কালো অভিযোগ করেছেন, তার ছেলে হাসপাতালে মৃত্যুর প্রহর গুনলেও ঘটনায় জড়িত ও তাদের স্বজনরা আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছেন।মঠবাড়িয়া থানার সেকেন্ড অফিসার এসআই জাহিদ ওই ছাত্রের ওপর অমানুষিক নির্যাতন হয়েছে স্বীকার করে বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply