শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৫৫ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠির নলছিটিতে জেলা বিএনপির সহসভাপতি মিঞা আহমেদ কিবরিয়ার বাসভবনে হামলা ও ভাংচুর করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এসময় হামলাকারীরা বিএনপি নেতাকর্মীদের ১০টি মোটরসাইকেল ভাংচুর করে। ভবনের মধ্যে বিএনপি নেতা মিঞা আহমেদ কিবরিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। ঈদের দ্বিতীয় দিন বৃহস্পতিবার রাতে উপজেলার হদুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিএনপি নেতারা অভিযোগ করেন, স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে নিজের বাসভবনে যান মিঞা আহমেদ কিবরিয়া। তাঁর সঙ্গে ৩০-৩৫ জন নেতাকর্মীও ওই বাসায় প্রবেশ করেন। খবর পেয়ে রাত ৮টার দিকে মোল্লারহাট ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা কিবরিয়ার বাসভবনে হামলা চালায়।
ভেতরে ঢুকে তারা বিএনপির নেতাকর্মীদের মারধর করে। সবাই দৌঁড়ে চলে গেলে মিঞা আহমেদ কিবরিয়াকে ঘরের ভেতরে অবরুদ্ধ করে রাখা হয়। এসময় বাসভবনের সামনে থাকা ১০টি মোটরসাইকেল ভাংচুর করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। পরে রাত ১১টার দিকে নলছিটি থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গিয়ে মিঞা আহমেদ কিবরিয়াকে উদ্ধার করেন। উদ্ধারের পর তাকে পুলিশি পাহারায় বরিশাল পৌঁছে দেওয়া হয়।
মিঞা আহমেদ কিবরিয়া বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা রামদা, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে আমার বাসভবনে প্রবেশ করে হামলা চালায়। আমাকে তিন ঘন্টা ঘরের মধ্যে অবরুদ্ধ করে রাখা হয়। নেতাকর্মীদের মোটরসাইকেল ভাংচুর করেছে হামলাকারীরা।
তবে হামলা কথা অস্বীকার করে মোল্লারহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেছেন, ঝালকাঠি-২ আসনে দুই মনোনয়ন প্রত্যাশীর আভ্যন্তরীণ কোন্দলে এ হামলা হয়েছে। এতে আওয়ামী লীগ নেতাকর্মীরা জড়িত নয়। আমরা দুই পক্ষকেই থামাতে এসেছিলাম। এর আগেই তারা পালিয়ে গেছে।
নলছিটি থানার ওসি মো. সাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থলে কাউকে পায়নি। কিবরিয়াকে ঘর থেকে বের করে নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে।
Leave a Reply