শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৭:২১ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ।বরিশালে দুই হাজার দুস্থদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নগরীর পশ্চিম কাউনিয়া রোডে তার বাড়ির সামনে এই আল-মদিনা জামে মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। আল কোরআন ফাউন্ডেশনের আয়োজনে প্রায় দুই হাজার দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার।
এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ হাসান, যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর হোসেন, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আ. হক ফরাজী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।এর আগে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে দক্ষিণ জেলা বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে।
দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বিলকিস জাহান শিরিন। সকালে উত্তর জেলা বিএনপিও প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা করে। বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে মহানগর বিএনপি।
Leave a Reply