বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৪:১৬ পূর্বাহ্ন
গৌরনদী প্রতিনিধি ॥
দৈনিক সমকালের সম্পাদক খ্যাতিমাম ও বরেন্য সাংবাদিক গোলাম সরোয়ারের মৃত্যুতে ঐতিহ্যবাহী গৌরনদী রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আজ শুক্রবার সকালে গৌরনদী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে স্মরন সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্মরন সভায় সিনিয়র সাংবাদিক গোলাম সরোয়ারের কর্মময় জীবনীর উপর প্রধান আলোচক ছিলেন গৌরনদী রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা ও দৈনিক প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।
রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরন সভায় বক্তব্য রাখেন রিপোটার্স ইউনিটির সহ-সভাপতি এস, এম, মোশারফ হোসেন, সাধারন সম্পাদক বেলাল হোসেন, সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক, সাবেক সহ-সভাপতি আবু সাঈদ খন্দকার, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এইচ, এম, সুমন, ইউনিটির সহ-সম্পাদক মো. মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম রনি, প্রচার সম্পাদক মোল্লা ফারুক হাসান, সাবেক কোষাধ্যক্ষ এস, এম, মিজান, জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি পলাশ তালুকদার, সাধারন সম্পাদক শামীম মীর, সাংবাদিক পপলু খান, আরেফীন রিয়াদ ও এম, আর, মহসীন। আলোচনা শেষে বরেন্য সাংবাদিক গোলাম সরোয়ারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রিপোটার্স ইউনিটির সাবেক সহ-সভাপতি আবু সাঈদ খন্দকার।
Leave a Reply