রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:১৩ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে কেন্দ্রীয় যুবলীগ আয়োজিত বিভাগীয় মতবিনিময় সভা শেষে জেলা ও মহানগর আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মীকে প্রচার-প্রচারণায় অংশ নিতে দেখা গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমিতে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের সভাপতিত্বে ঐ সভায় প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র জানায়, দেড় মাস পূর্বে আবুল খায়ের আবদুল্লাহ নৌকা প্রতীকের মনোনয়ন পাওয়ার পর কেন্দ্রীয়ভাবে টিম গঠন করে জেলা ও মহানগর আওয়ামী লীগকে সম্পৃক্ত করে প্রার্থীর পক্ষে কাজ করার জন্য নানা উদ্যোগ নেওয়া হয়। সর্বশেষ ২৬ মে গৌরনদীতে কেন্দ্রীয় টিমের বর্ধিত সভায় প্রার্থী উপস্থিত না হওয়ায় বিরোধ আরো ঘনীভূত হয়। কিন্তু গতকাল কেন্দ্রীয় যুবলীগের মতবিনিময়ের পর আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণায় অংশ নিতে দেখা গেছে স্থানীয় নেতাদের। নগরীর সোহেল চত্বরস্থ দলীয় কার্যালয় থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস ও মহানগর আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীরসহ অন্য নেতৃবৃন্দ প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনা করেন।
‘মান-অভিমানে যেন নৌকার ক্ষতি না হয়’
যুবলীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘আমাদের মধ্যে ঐক্য আছে, ঘরে বাইরে আমরা এক ও অভিন্ন আছি।’ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, ‘সকলে একত্রিত হয়ে ৩০টি ওয়ার্ডে একযোগে নৌকার পক্ষে কাজ করেন। ইনশাআল্লাহ ১২ জুন আমরা নতুন বরিশাল প্রধানমন্ত্রীকে উপহার দেব।’
প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ বলেন, ‘আমার জীবনের আর চাওয়া পাওয়ার কিছুই নেই। প্রধানমন্ত্রীর নির্দেশে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বরিশালবাসীর সেবা করে যেতে চাই।’ যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘অনেকে নৌকার বিপক্ষে কাজ করে, এটা দুঃখজনক।’
সভাপতির বক্তব্যে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, ‘দল মত নির্বিশেষে নৌকার প্রার্থীর জন্য কাজ করবেন। ব্যক্তিগত মান-অভিমানের জন্য নৌকার যেন ক্ষতি না হয়। মনে রাখবেন, নৌকা ক্ষতিগ্রস্ত হলে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হয়, প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত হন।’
সভায় আরো বক্তব্য রাখেন দলের কার্যনির্বাহী সংসদের সদস্য মো. গোলাম কবির রাব্বানী চিনু, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর প্রমুখ। পরে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
Leave a Reply