রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৫৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: খাবারের ধর্ম বিতর্কে এবার মুখ খুলেছেন ভারতের অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। শুধু মুখই খুলেননি আক্রমণ করেছেন চাচাছোলা ভাষায়।জোম্যাটোতে খাবার অর্ডার করেছিলেন মধ্যপ্রদেশের জব্বলপুরের বাসিন্দা অমিত শুক্ল। তিনি অ্যাপে দেখেন, তাঁর খাবার আনছেন জনৈক ফৈয়াজ। অমিত জোম্যাটোকে অনুরোধ করেন ডেলিভারি বয় পাল্টে দেওয়ার জন্য। এর কারণ ছিল ডেলেভারি বয়ের ধর্ম। তবে তার অনুরোধ রাখা হয়নি। উত্তরে জোম্যাটো টুইট করে, খাবারের কোনো ধর্ম হয় না। খাবারই ধর্ম।
ডেলিভারি বয় না পাল্টানোয় জোম্যাটোর অর্ডার বাতিল করে দেন অমিত। ‘নমো_সরকার’ টুইটার হ্যান্ডল থেকে তিনি লেখেন, জোম্যাটো টাকা ফেরত না-দেওয়া সত্ত্বেও অর্ডার বাতিল করে দিয়েছেন তিনি। অ্যাপটিকেও উড়িয়ে দিয়েছেন।
এ নিয়ে এখন দ্বিধাবিভক্ত ভারতীয়রা। কেউ জ্যোমেটোর আবার কেউ পক্ষ নিয়েছেন অমিতের। তবে এ সব টুইট ও পাল্টা টুইটের মধ্যে যাননি স্বস্তিকা। তিনি তুলে এনেছেন অমিত শুক্লর অন্য একটি অশ্লীল পোস্ট।
২০১৩-র এপ্রিলে করা সেই পোস্টে অমিতের নিশানা তসলিমা নাসরিন। সোশ্যাল মিডিয়ায় এই সাহিত্যিককে কদর্য ভাষায় আক্রমণ করেছেন তিনি। বাজে মন্তব্য করেন তার স্তন নিয়েও। সেই সময় ওই টুইট নিয়ে বেশ সমালোচনা হয়েছিল অমিতের।
সেই পোস্টটির স্ক্রিণশট দিয়ে স্বস্তিকা লেখেন, নারীদেহের ওই বিশেষ অঙ্গের প্রশংসার সময় অমিত শুক্লর জাতপাতের কথা মাথায় থাকে না। শুধু খাবারের বেলায় তাঁর হিন্দু ডেলিভারি বয়ের প্রয়োজন হয়?
নেটিজেনদের কাছে স্বস্তিকার জিজ্ঞাসা, এই ধরনের মেরুদণ্ডহীন প্রাণীদের সমাজের সব স্তর থেকে নিষিদ্ধ করা উচিত নয় কি?
Leave a Reply