রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৪৭ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দেউলী গ্রামে শুক্রবার গভীর রাতে এক প্রধান শিক্ষক ও সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি সংগঠিত হয়েছে।প্রধান শিক্ষক মোঃ মোখলেচুর রহমান বলেন, প্রথমে আমার বাসার গ্রীল কেটে সংঘবদ্ধ ডাকাতদল ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে আমাকে বেধেঁ ফেলে এবং ঘরের সবাইকে জিম্মি করে আলমারিতে রাখা নগদ ৩০ হাজার টাকা ও ৬ ভড়ি স্বর্নালংকার ও মোবাইল ফোন নিয়ে যায় ডাকাতদল এবং পাশের সৌদি প্রবাসী মোঃ মিলন হাওলাদারের বসত ঘরে সিদঁ কেটে প্রবেশ করে ৩ হাজার টাকা ও স্বর্নালংকারসহ মোট তিন লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যার।আজ শনিবার সকালে পটুয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন ও মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুমুর রহমান বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গাজীপুরা ইসমাইল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোখলেচুর রহমান বলেন, এবছরে যারা এসএসসি বাছনিক পরিক্ষায় অকৃতকার্য হয়েছে তারা প্রায়ই আমাকে মোবাইলে হুমকি দিয়ে আসছিল। তবে এ ঘটনা কারা ঘটিয়েছে তা সঠিক ভাবে বলা যায় না।
এব্যাপারে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুমুর রহমান বিশ্বাস বলেন, এঘটনায় পর শুক্রবার পটুয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার স্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং মামলা দায়ের প্রস্ততি চলছে।
Leave a Reply