মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:৩৬ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি॥ দ্বীপজেলা ভোলায় ২৫০ শয্যার হাসপাতালে একটি পিসিআর ল্যাব স্থাপন হলেও জনবল সংকটে চালু হচ্ছেনা। এতে চরম বিপাকে পড়েছে জেলার ভূক্তভোগীরা। গত ১০-১২ দিন ধরে উপজেলা সদর থেকে সফস্টিকের অভাবে নমুনা নেয়া হচ্ছেনা। জেলা স্বাস্থ্য বিভাগ সীমিত সংখ্যক নমুনা ঢাকা অথবা বরিশাল পাঠায়। ওই নমুনা আসতেও কমপক্ষে ১০ দিন লেগে যায়। ফলে টেষ্ট জটের সৃষ্টি হয়েছে। অপরদিকে সন্দেহভাজন আক্রান্ত রোগীরা একদিকে যেমন উদ্বিগ্ন হয়ে পড়ে অন্যদিকে আক্রান্ত রোগীদের মাধ্যমে করোনা ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে।
বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গত ১৪ তারিখের পাঠানো নমুনা রিপোর্ট পাওয়া গেছে ১২ দিন পর গত ২৬ তারিখে। ওই রিপোর্টে ৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ওই রোগীরা স্বল্প সময়ে রিপোর্ট না পাওয়ায় বিভিন্নজনের সংস্পর্শে আসায় অনেককে সংক্রমিত করেছে বলে মনে করা হচ্ছে। এভাবে সংক্রমনের মাত্র ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ভোলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত শনিবার পর্যন্ত ৬ শত ৬৩ জনের নমুনার রিপোর্ট এখনো আনেনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিচ্ছিন্ন দ্বীপ জেলা ভোলার ২২ লাখ মানুষের চিকিৎসা সহায়তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি’র প্রচেষ্টায় হত ১৪ জুন একটি পিসিআর ল্যাব স্থাপন করা হয়। ২১ জন ওই ল্যাব পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতাল কতৃপক্ষকে বুঝিয়ে দেয়া হয় বলে জানান হাসপাতালের তত্বাবধায়ক ডা. সিরাজউদ্দিন। কিন্তু ল্যাবে প্রশিক্ষিত ডাক্তারের অভাবে ল্যাবটি চালু করা যাচ্ছেনা।
ভোলা ২৫০ শয্যা হাসপাতালের তত্বাবধায়ক ডা. সিরাজউদ্দিন জানান, পিসিআর ল্যাব চালু করতে এক শিফটে ২ জন চিকিৎসক ও ৯ জন টেকনোলোজিস্ট দরকার। ২ জন চিকিৎসকের মধ্যে ১ জন যোগদান করেছেন। কিন্তু তিনি ওই কাজে অভিজ্ঞ নন। তিনি আরো জানান, জনবল নিয়োগের প্রক্রিয়া চলমান। তবে কবে নাগাদ পিসিআর ল্যাব চালু করা সম্ভব হবে তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।
Leave a Reply