সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ম্যানেজার কারিশ্মা প্রকাশের সঙ্গে দীপিকা পাড়ুকোনের মাদক চ্যাট ভুয়া নয়, সত্যি। হোয়াটসঅ্যাপের সেই গ্রুপে মাদক নিয়ে ‘ডি’ এবং ‘কে’-র যে কথোপকথন হয়েছিল তা আদপে দীপিকা (ডি) এবং করিশ্মারই (কে) চ্যাট।
এনসিবি সূত্রের খবর, জেরায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) কাছে স্বীকার করলেন দীপিকা পাড়ুকোন। একই সঙ্গে দীপিকা এ-ও জানান, মাদক নিয়ে আলোচনা করলেও, তিনি নিজে মাদক নেননি কোনো দিন।
শনিবার সকাল পৌনে দশটায় মুম্বাইয়ের কোলাবা অ্যাপালো বন্দরের এভলিন গেস্ট হাউসে এসআইটির দফতরে মাদককাণ্ডে জিজ্ঞাসবাদের জন্য পৌঁছান দীপিকা। এর কিছুক্ষণ পরেই সেখানে ঢুকতে দেখা যায় দীপিকা ম্যানেজার কারিশ্মা প্রকাশকে।
Leave a Reply