বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫২ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি।। গৌরনদী পৌরসভার সংরক্ষিত ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর সাবিনা ইয়াছমিনকে লাঞ্ছিত করেছে উপজেলা চেয়ারম্যানের সি.এ সাইফুল ইসলাম রাজু। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা চত্ত্বরে ঝাটকা ইলিশ বিতরণের সময় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে নারী পৌর কাউন্সিলর সাবিনা ইয়াছমিন বাদি হয়ে সি.এ সাইফুল ইসলাম রাজুকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
নারী পৌর কাউন্সিলর সাবিনা ইয়াছমিনের সুপারিশে ইউএনও কয়েকজন দুস্থ নারীকে ঝাটকা ইলিশ দেন। তখন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পৌর কাউন্সিলর সাবিনা ইয়াছমিনের সাথে উপজেলা চেয়ারম্যানের সি.এ সাইফুল ইসলাম রাজু’র বাকবিতন্ডা বাঁধে। এক পর্যায়ে রাজু নারী কাউন্সিলর সাবিনাকে লাঞ্ছিত করলে তখন উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে উপজেলা চত্ত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
গৌরনদী ইউএনও ইসরাত জাহান জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পৌর কাউন্সিলর সাবিনা ইয়াছমিন ও উপজেলা চেয়ারম্যানের সি.এ সাইফুল ইসলাম রাজু’র মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বিষয়টি তাৎক্ষনিক মিমাংসা করে দেয়া হয়েছে।
Leave a Reply