শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজ কল্যান মন্ত্রী রাশেদ খান মেনন বরিশাল-৩ (বাবুগঞ্জ -মুলাদী) আসনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সস্পাদক ও বর্তমান সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ টিপু সুলতানকে দলীয় প্রার্থী চুড়ান্ত করে জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতির কাছে একটি চিঠি প্রেরণ করেছেন। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে নির্বাচনীয় এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক টিম শাহজাহান তালুকদারের সভাপতিত্বে ও অধ্যাপক গোলাম হোসেন’র পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডঃ শেখ মোঃ টিপু সুলতান এমপি। নির্বাচনীয় কর্মী সভায় বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু আনুষ্ঠানিক ভাবে বরিশাল-৩ আসনে ওয়ার্কার্স পার্টির মনোনিত প্রার্থী এ্যাডঃ টিপু সুলতানের নাম ঘোষণা করেন। এদিকে এ সিদ্ধান্তে বাবুগঞ্জ ও মুলাদী-৩ আসনের একাধিক নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির প্রবীন নেতা এক নেতা বলেন আমরা শিগ্রই পার্টির সভাপতির কাছে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাবো।
সাংসদ টিপু সুলতানের বিরুদ্ধে বিগত দিনে টিআর, কাবিখা, কাবিটা, এডিবি, নৈশ্য প্রহরী নিয়োগ, গভীর নলকূপ স্থাপনসহ বিভিন্ন খাতে ঘুষ দূর্ণীতির অভিযোগ থাকায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে দলীয় প্রার্থী ঘোষনা করায় ক্ষোভ প্রকাশ করেছেন ওয়ার্কার্স পার্টির একাধিক নেতাকর্মী।
আগরপুর ইউনিয়ন কৃষক সমিতির সাধারণ সম্পাদক লুৎফুল কবির সবুজ ও আগরপুর শাখা সম্পাদক অধ্যাপক আব্দুল হাকিম বলেন আগরপুর ইউনিয় ওয়াকার্স পার্টির সকল নেতাকর্মীরা এমপি টিপু সুলতানকে দূর্নীতির অভিযোগে বর্জনের ঘোষনা দিয়েছি। আমরা চাই যে ওয়াকার্স পার্টির সুনাম অক্ষুন্ন রেখে পার্টির জন্য কাজ করবে এমন সৎ ও যোগ্য প্রার্থী। বাবুগঞ্জ উপজেলা ওয়াকার্স পার্টির নেতা গোলাম কিবরিয়া ও ক্ষেতমজুর ইউনিয়নের উপজেলা সম্পাদক কাজী সাহে আলম বলেন আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দূর্ণীতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে আবারো দলীয় প্রার্থী করা হলে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হবে। তিনি পার্টির সভাপতি ও সমাজ কল্যান মন্ত্রী রাশেদ খান মেননের কাছে সৎ ও যোগ্য ব্যক্তিকে আগামী একাদশ সংসদ নির্বাচনে ওয়ার্কার্স পার্টি মনোনিত প্রার্থী করে দলীয় ভাবমূর্তি ফিরিয়ে আনার দাবি জানান। এদিকে বৃহস্পতিবারের নির্বাচনী কর্মী সভায় জেলা ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক ও টিপু সুলতানকে বরিশাল-৩ বাবুগঞ্জ-মুলাদী আসনের দলীয় প্রার্থী মনোনিত করে বাবুগঞ্জ উপজেলা ওয়াকার্স পার্টির সম্পাদক টিএম শাহজাহান তালুকদারকে আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি ঘোষনা করা হয় যে কমিটির অধিকাংশ নেতাকর্মীরাই ওই কর্মী সভায় অনুপস্থিত ছিলেন এবং তাদের অনেকেরই এই কমিটিতে সম্মতি নেই।
Leave a Reply